যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য ভিসা প্রার্থীদের মধ্যে যাদের ডায়াবেটিস, স্থূলতা বা হৃদরোগের মতো স্বাস্থ্য সমস্যা আছে তাদের আবেদন বাতিল হতে পারে। এমন একটি নতুন নির্দেশনা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে।
নথিতে বলা হয়েছে, এ ধরনের স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে ‘পাবলিক চার্জ’ বা অর্থনৈতিকভাবে বোঝা হয়ে উঠতে পারেন এবং রাষ্ট্রীয় সম্পদ ক্ষয় করতে পারেন। তাই যুক্তরাষ্ট্রে আসার আগে তাদের স্বাস্থ্য পরিস্থিতি যাচাই করা হবে। ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম কেএফএফ হেলথ নিউজ জানিয়েছে, নতুন নির্দেশনা মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে নোটিস আকারে পাঠানো হয়েছে। এর আগে মার্কিন ভিসা প্রক্রিয়ায় সংক্রামক রোগ, টিকাদানের ইতিহাস, মানসিক অবস্থা ও শারীরিক সুস্থতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হতো। তবে এবার এসবের পাশাপাশি আরও কিছু স্বাস্থ্য সমস্যা যুক্ত করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, আবেদনকারীর শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যয় মূল্যায়ন করতে হবে। হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিস, শ্বাসযন্ত্র, স্নায়বিক বা মানসিক রোগের চিকিৎসায় কয়েক লাখ ডলার খরচ হতে পারে। তাই ভিসা কর্মকর্তারা যাচাই করবেন, আবেদনকারী এই ব্যয় বহন করতে সক্ষম কি না। -এনডিটিভি