উদ্দেশ্য সফল হবে না জানিয়ে পুতিনের সঙ্গে গত অক্টোবরের বৈঠক বাতিল করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ব্রিফিংয়ের আগে তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক করেন। ব্রিফিংয়ে অরবানও উপস্থিত ছিলেন।
পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, বৈঠকের সম্ভাবনা ছিল, এখনও আছে। বেশ ভালোভাবেই সে সুযোগ আছে। ট্রাম্প আরও বলেন, আমরা এ বিষয়ে কথা বলছি, এ নিয়ে পরবর্তীতে জানানো হবে।
বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে 'বিশেষ' হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ নিয়ে তারা আরও আলোচনা করবেন বলে উল্লেখ করেন। এসময় ইউক্রেন যুদ্ধ জিততে পারবে কি না ট্রাম্প অরবানকে জিজ্ঞাসা করেন। এর উত্তরে অরবান ইউক্রেনের জেতা 'অলৌকিক ঘটনা' হবে বলে উল্লেখ করেন।
বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠক কেন হচ্ছে না জানতে চাইলে ট্রাম্প বলেন, রাশিয়া এখনও থামতে চাচ্ছে না। তবে তিনি নিশ্চিত করেন, এখনও হাঙ্গেরির রাজধানীতে বৈঠক করার ইচ্ছা রয়েছে।
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার অংশ হিসেবে গত ২৩ অক্টোবর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ট্রাম্প-পুতিন বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করেন ট্রাম্প। পরে যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
গত রবিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই মুহূর্তে তাড়াহুড়ো করে বৈঠকের প্রয়োজন নেই। এখন প্রয়োজন মীমাংসার বিষয়বস্তু নিয়ে সাবধানতার সঙ্গে কাজ করা।
পুতিনের সঙ্গে ট্রাম্পের শেষ বৈঠক হয়েছিল গত আগস্টে আলাস্কায়। কিন্তু সেই বৈঠক কোনো সুনির্দিষ্ট ফলাফল বয়ে আনেনি।
সূত্র: স্কাই নিউজ, ইন্ডিয়া টুডে
বিডিপ্রতিদিন/এমই