কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত সেন্টমার্টিন দ্বীপে দীর্ঘদিন পর স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দ্বীপে ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চালু হয়েছে, যা দ্বীপবাসীর জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে।
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. ইমরুল কায়েসের সুপারিশে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে ডিএমএফ আব্দুল জলিলকে (বিএমডিসি নং–২৮৬০৪) সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দ্বীপের প্রায় আট হাজার অধিবাসী এতদিন পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন। মৌলিক স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা এবং মাতৃস্বাস্থ্য সেবার ঘাটতি বহুদিনের সমস্যা ছিল। নতুন এই হাসপাতাল চালুর মাধ্যমে সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
স্থানীয়রা জানিয়েছেন, সেন্টমার্টিনের মতো দুর্গম এলাকায় চিকিৎসা ব্যবস্থা চালু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এ বিষয়ে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. ইমরুল কায়েস বলেন, দ্বীপের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই এই হাসপাতাল স্থায়ীভাবে স্বাস্থ্যসেবা প্রদান করুক।
বিডি-প্রতিদিন/শআ