মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এখন 'খুব অন্ধকার সময়' পার করছে। ট্রাম্প এমন কাজ করেছেন যা 'আমাদের জাতি হিসেবে লজ্জিত করে'।
শুক্রবার নেব্রাস্কার ওমাহায় ডেমোক্র্যাটিক পার্টির অনুষ্ঠানে ট্রাম্পকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, মিস্টার প্রেসিডেন্ট, কেবল কোটিপতি ও বিলিয়নিয়ারদের জন্য নয়, আপনি আমাদের সবার জন্য কাজ করুন।
এসময় হোয়াইট হাউসের পূর্ব শাখা ধ্বংস করার প্রসঙ্গ উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, এটি তার রাষ্ট্রপতির কাজের এক নিখুঁত প্রতীক। ট্রাম্প শুধু জনগণের ঘরকে নয়, সংবিধানকে, আইনশৃঙ্খলা ও গণতন্ত্রকেও ধ্বংসযজ্ঞের মুখে ফেলেছেন।
দ্বিতীয় মেয়াদ দেশে স্বর্ণযুগ নিয়ে এসেছেন ট্রাম্প-- এমন বক্তব্যকেও বাইডেন উপহাস করেছেন। বাইডেন বলেন, জনগণ দেখুক, এটি কোনো স্বর্ণযুগ নয়। বাস্তবতা হলো, এটি খুব, খুব অন্ধকার মুহূর্ত।
এ সময় তিনি নিউইয়র্ক, ভার্জিনিয়া ও নিউজার্সিতে ডেমোক্র্যাটিক পার্টির জয়ে আনন্দ প্রকাশ করেন। বলেন, ডেমোক্র্যাটিক পার্টি ফিরে এসেছে। আমেরিকান জনগণ ট্রাম্প ও তার সমর্থকদের কাছে বার্তা পাঠাচ্ছে। তার নীতির নিন্দা করছে।
বাইডেনের সমালোচনার জবাব হিসেবে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন জো বাইডেন। ক্ষমতা ছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য দিলেন তিনি।
সূত্র: নিউইয়র্ক টাইমস
বিডি-প্রতিদিন/এমই