যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক কিছু অভিবাসীকে নতুন এবং কঠোর নিয়মের আওতায় এ-লেভেল মানের ইংরেজি দক্ষতা অর্জন করতে হবে। ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে তা কার্যকর করতে যাচ্ছে দেশটির সরকার।
মূলত দক্ষ কর্মীর ভিসা, বিভিন্ন ক্যাটাগরির গ্রাজুয়েট জব এবং স্কেল আপ ভিসা বা দ্রুত বর্ধনশীল ব্যবসাখাতে চাকরির জন্য ভিসার আবেদনকারীদেরকে এ লেভেলের ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে। এ লেভেলের ইংরেজি ভাষার দক্ষতা মূলত দ্য কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স ফর ল্যাংগুয়েজ-এর বি২ লেভেলের সমমান।
দেশটির সরকার বলছে, চলতি বছরের মে মাসে অভিবাসান বিষয়ে প্রকাশিত শ্বেতপত্রের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, এই দেশে আসা প্রত্যেকের আমাদের ভাষা শিখতে হবে এবং নিজের ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, এই দেশ সবসময় তাদের স্বাগত জানায় যারা এখানে এসে অবদান রাখে। কিন্তু আমাদের ভাষা না শিখে এবং আমাদের জাতীয় জীবনে অবদান রাখতে অক্ষম অভিবাসীদের আগমন গ্রহণযোগ্য নয়।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ