গাইবান্ধার সাদুল্লাপুরে বিল্লাল হোসেন (৩৫) নামে এক এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ধাপেরহাট শাখার আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন ওই শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলায়।
এ বিষয়ে ধাপেরহাট শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। বিল্লাল হোসেন আমাদের শাখায় সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। শুনেছি, তার স্ত্রীর সঙ্গে কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। হয়তো এ অভিমান থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন।
বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
বিডি প্রতিদিন/এএম