পাকিস্তানের ইসলামাবাদসহ কয়েকটি এলাকায় ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হনে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি)।
পিএমডি জানিয়েছে, দেশটির ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশাওয়ার, সোয়াত, গিলগিট ও অ্যাবোটাবাদ ও আশেপাশের এলাকায় শক্তিশালী কম্পনের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চল। এটি ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ সময় অনেক বাসিন্দারা বাড়ি থেকে বাইরে বের হয়।
এরআগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইসলামাবাদ ও খাইবার পাখতোনখোয়ার একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছিল।
বিডি-প্রতিদিন/আশফাক