স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া। বুধবার এ সংক্রান্ত একটি বিল দেশটির পার্লামেন্টে পাস হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের মার্চ থেকে কার্যকর হবে এই আইন। এই নিষেধাজ্ঞা দক্ষিণ কোরিয়াকে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করবে।
অস্ট্রেলিয়া সম্প্রতি কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে। জুলাই মাসে করা এক গবেষণায় দেখা গেছে, ডাচ স্কুলগুলোতে মোবাইল ফোনের উপর নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের মধ্যে মনোযোগ বৃদ্ধি করেছে।
জরিপগুলোতে দেখা গেছে, দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে ডিজিটালভাবে সংযুক্ত দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে ৯৯ শতাংশ মানুষ অনলাইনের সঙ্গে সংযুক্ত এবং ৯৮ শতাংশ মানুষ স্মার্টফোনের মালিক। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টার অনুসারে, ২০২২ এবং ২০২৩ সালে পরীক্ষা করা ২৭টি দেশের মধ্যে এটি সর্বোচ্চ হার।
বিরোধী দল পিপল পাওয়ার পার্টির আইনপ্রণেতা এবং বিলটির পৃষ্ঠপোষক চো জং-হুন বলেন, “আমাদের তরুণদের সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি এখন মারাত্মক পর্যায়ে। প্রতিদিন সকালে আমাদের বাচ্চাদের চোখ লাল থাকে। তারা রাত ২টা বা ৩টা পর্যন্ত ইনস্টাগ্রামে থাকে।”
গত বছর শিক্ষা মন্ত্রণালয়ের একটি জরিপে দেখা গেছে, প্রায় ৩৭ শতাংশ মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। অন্যদিকে ২২ শতাংশ জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে না পারলে উদ্বিগ্ন বোধ করে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ