সম্প্রতি একটি ছবির মহরতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বুবলীর কাছে আসে নানা প্রশ্ন, যার একটি ছিল শাকিব খানকে ঘিরে। প্রশ্নটা এমন ছিল, শাকিব-বুবলী জুটির সময় অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে শাকিবের বাধার মুখে কখনো পড়েছেন কি না? এ সময় প্রশ্নটি শুনে কৌশলে যথাযথ উত্তরটি এড়িয়ে যান বুবলী। বুবলী বলেন, ‘আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের, আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি। তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সব সময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা এজ এ আর্টিস্ট যখন কাজ করি, সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সঙ্গে বা অন্য শিল্পীদের সঙ্গে কাজ করি, সেটাও দর্শকরা তাদের মতো করেই গ্রহণ করে।’ পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনের পটভূমিতে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’।