দর্শক চাহিদার কারণে ক্যাপিটাল ড্রামা চ্যানেলে ১৩ নভেম্বর আসছে নাটক ‘ইশারা’। বসুন্ধরা হাউজিং নিবেদিত নাটকটির নির্মাতা মাহমুদ মাহিন। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও আইশা খান। আরও রয়েছেন শামীমা নাজনীন, শরিফুল, এমএনইউ রাজু, আশরাফ টুলু। নাটকটি প্রসঙ্গে নির্মাতা মাহমুদ মাহিন বলেন, ‘‘মানুষ তার অনুভূতি প্রকাশ করে ‘কথা’র মাধ্যমে। ‘কথা’ এই ছোট্ট শব্দটার ভিতরেই লুকিয়ে আছে মানবজীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আর একই সঙ্গে সবচেয়ে বড় অভিশাপও। ‘ইশারা’ নাটকটি সেই কথার শক্তি ও দুর্বলতার গল্প।’’ অভিনেত্রী আইশা খান বলেন, ‘ইশারা’ গল্পটি যখন মাহিন ভাই বলা শুরু করল আমার কাছে প্রথমে সাদামাটা একটা গল্প মনে হলো। কিন্তু আস্তে আস্তে যখন গল্পে টুইস্ট বলতে লাগল আমারও আগ্রহ বাড়তে লাগল। জোভান ভাইয়া সব সময় চায় তার কাজগুলোর মধ্য দিয়ে দর্শকদের কোনো বার্তা দিতে। গল্পটি বেশ ইউনিক, আশা করছি, আমরা সবাই মিলে যেভাবে কাজটি করেছি, তাতে দর্শকমহল থেকে ভালো সাড়া পাব। এ নাটকে রয়েছে গান, নাম ‘ইশারা’। গানটি গেয়েছেন সালমান জাইম ও মাশা ইসলাম, গীতিকার মুবতাশীম মাহী, সুর ও সংগীতে রয়েছেন সালমান জাইম। এ নাটকটির প্রযোজক ও হেড অব ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল।