উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এক জীবনে অনেক পেলেও রয়েছে কিছু অপ্রাপ্তি। যা আজও পূরণ হয়নি। সাবিনা ইয়াসমিন বলেন, ‘ব্যক্তিজীবনে পূর্ণতা অপূর্ণতা থাকবেই। ওসব নিয়ে কথা নাই বা বললাম। তবে একটা অপূর্ণতা আমার আজীবন রয়ে গেছে। সেটা শুধু আমার একার অপ্রাপ্তি বলব না, আমাদের পুরো শিল্পী সমাজের জন্যই এটি অপ্রাপ্তির বিষয়। তা হলো, এই যে আমরা এত এত গান করলাম, কিন্তু আমাদের কোনো রয়্যালিটির ব্যবস্থা নেই। সারা বিশ্বে যেখানে রয়্যালিটি সিস্টেম চালু আছে, আমাদের এখানেই শুধু নেই। এটা আমাকে বেশ ভাবায়।’ তিনি আরও বলেন, ‘রয়্যালিটি থাকলে আমাদের শিল্পীদের জীবন কতটা নিশ্চিত হতো, তা আপনারা সবাই জানেন। আমাদের যত গান আছে তার রয়্যালিটি পেলে আমাদের কয়েক প্রজন্ম ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারত।’ কিংবদন্তি শিল্পী প্রয়াত আবদুল আলীমের কথা উদাহরণ দিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘এই যে আবদুল আলীম ভাইয়ের পরিবার আর্থিক কষ্টে আছে। তিনি আমাদের গানের জগতে যা দিয়েছেন তাতে রয়্যালিটি পেলে তার ছেলে-মেয়েরা আরামে জীবন কাটাতে পারত। এই রয়্যালিটি আমাদের শিল্পীরা কোনো দিন পাবে কি না জানি না। তবে আমি স্বপ্ন দেখি, এক দিন হয়তো পাবে। এজন্য আমার অপ্রাপ্তির প্রশ্নে রয়্যালিটির কথাটিই বললাম।’