মাদকাসক্ত ছেলের লাগাম টানতে শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হলেন এক অসহায় বাবা-মা। মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে শরীয়তপুরের নড়িয়ায় মাদকাসক্ত ফারুক ছৈয়াল (২৭) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে নড়িয়া পৌরসভার লোনসিং গ্রামে এ ঘটনা ঘটে। কারাগারে যাওয়া ফারুক ওই গ্রামের শওকত ছৈয়ালের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর ধরে ফারুক মাদকাসক্ত হয়ে পড়েন। প্রথমে সিগারেট ও গাঁজায় আসক্ত হলেও পরে ইয়াবাসহ আরও বিপজ্জনক মাদক সেবনে জড়িয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করতেন, ভাঙচুর করতেন এবং মা-বাবা ও বোনের ওপর শারীরিক নির্যাতন চালাতেন।
বাবা শওকত ছৈয়াল বলেন, ‘ছেলেকে নিয়ন্ত্রণে রাখা এখন অসম্ভব হয়ে পড়েছিল। নেশার টাকার জন্য সে আজ সকালেও আমার ওপর হামলা করে। বাধ্য হয়ে তাকে বেঁধে রাখতে হয়েছে। একজন বাবার জন্য এটি বড় কষ্টের।’
মা শাহানাজ বেগম বলেন, ‘ছেলেকে বেঁধে রাখা কোনো মায়ের জন্য সহজ নয়। কিন্তু সে যেন আর কারও ক্ষতি না করে, সেই ভয়ে থানায় অভিযোগ দিয়েছি।’
অভিযোগ পাওয়ার পর নড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের ঘর থেকে গাঁজা উদ্ধার করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস বলেন, ‘মাদক আমাদের সমাজের বড় একটি অভিশাপ। এই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মায়ের অভিযোগের পর পুলিশ তাকে আটক করে। তার ঘর থেকে গাঁজা উদ্ধার হওয়ায় আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে। আশা করছি, সাজা শেষে সে নতুনভাবে জীবনে ফিরতে পারবে।’
বিডি-প্রতিদিন/আশফাক