বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ছয়টি হাটবাজারের বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’-এ স্লোগানকে সামনে রেখে ৩১ দফার প্রচারণা চালান তিনি।
বাজিতপুর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, জামতলী, গজারিয়া, উজানচর, বোর্ডবাজার ও বাংলাবাজার এলাকায় লিফলেট বিতরণের সময় বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের কাছে দলীয় প্রতীক ধানের শীষে ভোট চান শেখ মজিবুর রহমান ইকবাল।
লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে বিকালে তিনি পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে মানবসেবা যুব সংগঠনের আয়োজনে ফুটবল ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এমআই