বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং শহীদদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্ররা জীবন না দিলে আজও হয়তো আওয়ামী ফ্যাসিস্টরা জনগণের ওপর নির্যাতন অব্যাহত রাখতো।
শুক্রবার নাটোর সদর উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, আমরা কেউই স্বাধীনভাবে চলাচল করতে পারতাম না। আজকে জুলাই যোদ্ধাদের কোন ভুলে যেন ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ না পায়, সেদিকে তাদের নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, বিষের স্বাদ কেমন তা পরীক্ষা করতে হয় না। পরীক্ষা করতে গেলে মৃত্যু নিশ্চিত। জামায়াতে ইসলামও তেমন বিষের মতো। তাদের হাতে দেশ পরিচালনার ক্ষমতা গেলে মানুষের জীবন শেষ হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত দিনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন তারা তওবা করে আওয়ামী লীগ ত্যাগ করুন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নিজেদের শুদ্ধ করুন। এ সময় তিনি বলেন, এই দেশে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সবসময় সোচ্চার ছিল। নাটোরে কোনো হিন্দু ধর্মাবলম্বীর ওপর নির্যাতন মেনে নেওয়া হবে না। হিন্দু ভাইদের ওপর কেউ ফুলের আচড় দিলেও সেটা বরদাস্ত করা হবে না।
উঠান বৈঠকটি জনসভায় পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, অপর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাবসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল