বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির সময় বিমলা পোদ্দার (৬৫) নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় লুণ্ঠিত টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নওদাপাড়া এলাকার নবাব আলীর ছেলে জুয়েল প্রাং (২৬), শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্ন্যাচাপড় এলাকার বাছেদ প্রামাণিকের ছেলে বাহালুল প্রামাণিক রাজু (২৯), কাহালু উপজেলার পোগইল এলাকার নাছির উদ্দীনের ছেলে ইমরান (৩১) এবং দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাবলা এলাকার হাফিজার রহমানের ছেলে আসলাম (২৫)।
আসামি বাহালুল ইসলাম রাজুর বিরুদ্ধে এর আগে ডাকাতি, চুরি ও দস্যুতাসহ মোট ৪টি মামলা রয়েছে। ইমরানের বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা, আসলামের বিরুদ্ধে চুরির ১টি মামলা এবং জুয়েল প্রামাণিকের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতাসহ মোট ৬টি মামলা বিচারাধীন। শুক্রবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা (৬২)-এর বাড়িতে ৫ থেকে ৭ জন ডাকাত প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে। নগদ আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। এ সময় ডাকাত দল বিমলা পোদ্দার (৬৫)-কে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, ঘটনার পর জেলা পুলিশের ডিবি টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা জুয়েলসহ সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার টাকা, নিহত বিমলার মোবাইল ফোনসহ মোট দুটি লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল