চট্টগ্রামে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে লুটে নেয়া একটি পিস্তলসহ কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে বাগেরহাটের মোংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মোংলা উপজেলা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার মালগাজী এলাকার বসতবাড়িতে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত ৭.৬২ মডেলের একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। কামাল হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার মালগাজি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন এ তথ্য নিশ্চিত করে জানান, কামাল হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার মালগাজি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ