"গাছ লাগাই, পরিবেশ বাঁচাই"-প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বড় হোসেনপুর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে আর-রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বড় হোসেনপুর গ্রামের বিভিন্ন স্থানে প্রায় ৮০০টি উচ্চ ফলনশীল তালগাছ, খেজুর গাছ, নারিকেল গাছ, বিভিন্ন ফলের গাছ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বড় হোসেনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামসুল আলম লাভলু, আর-রহমান ফাউন্ডেশনের সেক্রেটারি মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান ডা. রুহুল আমিন, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী, শিক্ষা সম্পাদক জহিরুল ইসলাম আলমগীর, দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মাইন উদ্দিন পলাশ, মো. ইয়াছিন হাছান, স্বেচ্ছাসেবক মেজবা উদ্দিন রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, জীবের অস্তিত্ব রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। গ্রামে সৌন্দর্য্য বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সড়কসমূহে বিভিন্ন জাতের শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হচ্ছে। শুধু রোপণ নয়, গাছগুলোর পরিচর্যাও করা হবে।
ইউপি চেয়ারম্যান শামসুল আলম লাভলু বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও বৃক্ষরোপণে বড় হোসেনপুর গ্রাম ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে। বৃক্ষরোপণের ফলে বিভিন্ন ফুল ও পাখির সমারোহে গ্রাম আরও সুন্দর হবে এবং বসবাসের জন্য আরও উপযোগী হয়ে উঠবে। পরিবেশবান্ধব গ্রাম গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ