নড়াইলের কালিয়া ও গোপালগঞ্জ সদর উপজেলা সংযোগকারী মধুমতী নদীর ওপর নির্মিত ‘চাপাইল সেতুর’ বাতিগুলো এক বছর ধরে অকেজো। রাত হলেই ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। তখন সেতুতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রায়ই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। স্থানীয় লোকজন বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও প্রতিকার মিলছে না।
সরেজমিনে দেখা যায়, সেতুর ওপর আলোকসজ্জার জন্য বাতি থাকলেও সেগুলো নষ্ট হয়ে পড়ে আছে। সন্ধ্যার পর সেতুটি অন্ধকারাচ্ছন্ন থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, বিকাল ও সন্ধ্যায় সেতুতে ছিল নয়নাভিরাম পরিবেশ। সেতুর বাতিগুলো আলো ছড়াত। মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসতেন অনেকে। বাতিগুলো না জ্বলায় উপভোগ্য পরিবেশ নেই। যানবাহন চলাচলেও ঝুঁকি রয়েছে। অন্ধকারাচ্ছন্ন সেতুর ওপর হয় ছিনতাই, মাদক সেবনসহ নানা অসামাজিক কার্যকলাপ। এলজিইডি সূত্রে জানা যায়, ২০১১ সালে ৫৭ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মাণ শুরু হয়ে ২০১৫ সালের ডিসেম্বরে শেষ হয়। সওজ নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, ‘এই সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করেছে এলজিইডি। এরপর আমাদের কাছে হস্তান্তর করেছে। বৈদ্যুতিক বাতি ঠিক করার কোনো বরাদ্দ নেই। মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’