জুলাই সনদ আর ঘোষণাপত্র আদায়ের লক্ষ্যে আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ফলে পূর্বঘোষণা অনুযায়ী ৩ আগস্ট ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে কঠোর অবস্থান নিতে যাচ্ছে এনসিপি। এদিকে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদ তৈরিতে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। চলতি মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের ঘোষণা দিয়েছে তারা। তবে ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ না পেলে এনসিপির রাজনৈতিক এজেন্ডায় এটি জোরালোভাবে স্থান করে নেবে বলে জানিয়েছেন দলের নেতারা। বর্তমানে জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ আর ঘোষণাপত্র আদায়ে দেশব্যাপী গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন দলটির নেতারা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে দেশের সব কটি জেলায় পথসভা আর পদযাত্রা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিটি পথসভায় দেশের জনগণকে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছেন। জুলাইয়ের অগ্রভাগের নেতৃত্বকে সামনে পেয়ে দেশের মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে বলে জানান দলটির নেতারা। এনসিপির নেতারা তিন দাবিতে দেশের মানুষকে একতাবদ্ধ করার চেষ্টা করছেন। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘চব্বিশের বিপ্লবী ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এখনো পূরণ হয়নি। আমাদের আকাক্সক্ষা ছিল জুলাই ঘোষণাপত্রের ওপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ ও আমাদের সবার ঐক্যবদ্ধ পথচলা পরিচালিত হবে। অথচ গত সাত মাসে দুই দফা জুলাই ঘোষণাপত্র প্রকাশের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। কী কারণে ব্যর্থ হয়েছে, তারও কোনো জবাব আমরা পাইনি।’ এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সাত মাস আগে আমরা জুলাই ঘোষণাপত্র দিতে চেয়েছিলাম। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে তা সম্ভব হয়নি। মধ্যখানে একবার সরকার নিজে থেকে ঘোষণা দিয়েছিল, এক মাসের মধ্যে দেবে। সর্বশেষ আমরা এক মাস আগে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য কর্মসূচি ঘোষণা করেছি।’ এর আগে গত ৩০ জুন রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র দেবে। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করার দাবি তোলা হবে এবং সেদিন এনসিপির ইশতেহারও ঘোষণা করা হবে।
শিরোনাম
- টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
- গিল, সুন্দর ও জাদেজার সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র
- দুই তরুণের গোলে জয় দিয়েই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু বার্সার
- ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ৫ কোটি রুপির মামলায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার
- পুলিশের ঊর্ধ্বতন ২০ কর্মকর্তাকে বদলি
- ছাত্ররা দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে : মেজর হাফিজ
- মেয়েকে চার বছর ধরে বন্দী, ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতেন বাবা
- নির্বাচন যত বিলম্ব হবে, আধিপত্যবাদী শক্তি ততই ষড়যন্ত্রের জাল বিস্তার করবে : প্রিন্স
- ঘরের মাঠে অনুকূল উইকেটের বদলে চ্যালেঞ্জিং পিচে খেলা জরুরি : নান্নু
- ব্র্যাডম্যান-গাভাস্কারের পাশে গিল
- চিত্রনায়ক জসিমের ছেলে সংগীত শিল্পী রাতুল আর নেই
- গোপালগঞ্জে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ মহিলা লীগ নেত্রী গ্রেফতার
- এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন
- নৈশপ্রহরীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাত-পা বেঁধে ডাকাতি, গ্রেফতার ২
- স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
- মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোষ্য শিক্ষাবৃত্তি পেলেন ১৬৭ জন শিক্ষার্থী
- বগুড়ায় ট্রেনের ধাক্কায় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু
৩ আগস্ট ঘিরে প্রস্তুতিতে এনসিপি
শরিফুল ইসলাম সীমান্ত
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর