জুলাই সনদ আর ঘোষণাপত্র আদায়ের লক্ষ্যে আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ফলে পূর্বঘোষণা অনুযায়ী ৩ আগস্ট ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে কঠোর অবস্থান নিতে যাচ্ছে এনসিপি। এদিকে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদ তৈরিতে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। চলতি মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের ঘোষণা দিয়েছে তারা। তবে ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ না পেলে এনসিপির রাজনৈতিক এজেন্ডায় এটি জোরালোভাবে স্থান করে নেবে বলে জানিয়েছেন দলের নেতারা। বর্তমানে জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ আর ঘোষণাপত্র আদায়ে দেশব্যাপী গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন দলটির নেতারা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে দেশের সব কটি জেলায় পথসভা আর পদযাত্রা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিটি পথসভায় দেশের জনগণকে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছেন। জুলাইয়ের অগ্রভাগের নেতৃত্বকে সামনে পেয়ে দেশের মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে বলে জানান দলটির নেতারা। এনসিপির নেতারা তিন দাবিতে দেশের মানুষকে একতাবদ্ধ করার চেষ্টা করছেন। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘চব্বিশের বিপ্লবী ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এখনো পূরণ হয়নি। আমাদের আকাক্সক্ষা ছিল জুলাই ঘোষণাপত্রের ওপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ ও আমাদের সবার ঐক্যবদ্ধ পথচলা পরিচালিত হবে। অথচ গত সাত মাসে দুই দফা জুলাই ঘোষণাপত্র প্রকাশের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। কী কারণে ব্যর্থ হয়েছে, তারও কোনো জবাব আমরা পাইনি।’ এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সাত মাস আগে আমরা জুলাই ঘোষণাপত্র দিতে চেয়েছিলাম। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে তা সম্ভব হয়নি। মধ্যখানে একবার সরকার নিজে থেকে ঘোষণা দিয়েছিল, এক মাসের মধ্যে দেবে। সর্বশেষ আমরা এক মাস আগে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য কর্মসূচি ঘোষণা করেছি।’ এর আগে গত ৩০ জুন রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র দেবে। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করার দাবি তোলা হবে এবং সেদিন এনসিপির ইশতেহারও ঘোষণা করা হবে।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ২৬৩
- কবে থেকে কমবে বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার
- শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড
- পাচারের উদ্দেশে টেকনাফের পাহাড়ে বন্দী নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার
- বান্দরবানের লামায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- কালীগঞ্জে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত তিন
- ইতালি থেকে গাজায় রওনা হয়েছে ১০০ ত্রাণকর্মীর নতুন নৌবহর
- কানাডায় হামের প্রাদুর্ভাবে এই প্রথম মৃত্যু
- ফ্লোটিলার ৪৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল
- টরন্টোয় ‘বাচনিকের’ যুগপূর্তি উদযাপন ১৮ অক্টোবর
- “মহানায়কের গান” সিজন ২-এর দ্বিতীয় গান প্রকাশ
- সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধায় বিশ্বব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- স্বাভাবিক জনজীবনে ফিরছে খাগড়াছড়ি
- মিরপুরে যাত্রী নামিয়ে বাসে দুর্বৃত্তদের আগুন
- হংকংয়ে মার্কিন কূটনীতিককে কঠোর সতর্কবার্তা চীনের
- মার্কিন সরকারে দ্বিতীয় দিনে গড়িয়েছে শাটডাউন
- হ্যাকারদের কবলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ
- জার্মান সেনাবাহিনী শক্তিশালী করার ঘোষণায় কড়া মন্তব্য পুতিনের
- ফ্লোটিলা সদস্যদের আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা
৩ আগস্ট ঘিরে প্রস্তুতিতে এনসিপি
শরিফুল ইসলাম সীমান্ত
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর