মামলার চার্জশিটে আসামির সংখ্যা অস্বাভাবিক হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (২৭ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ শহরের লিচুতলা এলাকায় ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত এক বছরে বিচারিক কার্যক্রম যতটুকু এগোনোর কথা, হয়তো পুরোটা হয়নি, তবে অগ্রগতি হয়েছে। চট্টগ্রামসহ বেশ কিছু জায়গায় মামলায় চার্জশিট দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘একটি ঘটনায় যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২শ জনের নাম দেওয়া হয়েছে। এতে তদন্তে সময় বেশি লাগছে। নির্দোষদের আসামি না করা এবং বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে সরকার কাজ করছে।’
এর আগে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণে 'পতাকা একাত্তর' ভাস্কর্য সংলগ্ন স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রথমে শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন