টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব একটা দেরি নেই। এমন সময়ে দলের পরিকল্পনা ও প্রস্তুতি ঘিরে চলছে নানা আলোচনা। বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান বিসিবি প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নুর মতে, বিশ্বকাপে ভালো করতে হলে এখনই প্রতিযোগিতামূলক কন্ডিশনে নিজেদের প্রস্তুত করা উচিত। ঘরের মাঠে সহায়ক উইকেটে খেলে আত্মতুষ্টির সুযোগ নেই বরং আন্তর্জাতিক পর্যায়ের জন্য চাই স্পোর্টিং উইকেট ও বাস্তবধর্মী প্রস্তুতি- এমনটাই মনে করছেন তিনি।
নান্নুর মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ভালো করতে হলে সেরা একাদশ মাঠে নামানো দরকার। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলোয়াড়দের আত্মবিশ্বাস গড়ে তুলতে এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করতেই কঠিন কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেওয়ার তাগিদ তার।
রবিবার গণমাধ্যমকে নান্নু বলেন, আমি মনে করি, সবচেয়ে ভালো দল সবসময় খেলবে এবং সবচেয়ে ভালো ফলাফল নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার। আন্তর্জাতিক মঞ্চে সফল হতে হলে আগেভাগেই নিজেদের মানিয়ে নিতে হবে প্রতিকূল পরিবেশে। তাই ঘরের মাঠে অনুকূল উইকেটের বদলে চ্যালেঞ্জিং পিচে খেলা জরুরি।
তিনি বলেন, কোন কন্ডিশনে খেললে কীভাবে খেলোয়াড়রা কতটুকু এগোবে সেটা টিম ম্যানেজমেন্টের চিন্তা করতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়া উচিত হবে।
টি-টোয়েন্টি ফরম্যাটে সফল হতে হলে দলে বিকল্প খেলোয়াড় তৈরির দিকেও গুরুত্ব দিয়েছেন তিনি। কারণ, প্রতিটি ম্যাচে সবার কাছ থেকে একরকম পারফরম্যান্স পাওয়া যায় না।
এ প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো দেশের যেকোনো দলের জন্য অন্তত ২৫ জন খেলোয়াড় সবসময় তৈরি করে রাখতে হয়। নির্বাচক প্যানেলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ২৫টা খেলোয়াড়কে প্রস্তুত না করলে এই ফরম্যাটে হয় না। কারণ সবার থেকে সবসময় একই পারফরম্যান্স পাওয়া যাবে না। সেই সময় তৈরি রাখা খেলোয়াড়দের মধ্যে দলে ইন-আউট করতে হয়।
বিডি প্রতিদিন/কেএ