বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাইদ জীবন দিয়েছে। আমরা মনে করেছি এ অন্তর্বর্তীকালীন সরকার এসে সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে। কিন্তু তারা নির্বাচন দিতে শুধু গড়িমসি করে।
রবিবার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপি প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, ছাত্ররা অনেক সংগ্রাম করেছে। কিন্তু দ্রুত তারা আত্মসমর্পণ করেছে দুর্নীতির কাছে। আমরা চাই এই দলটা উঠুক। তারা তো আমাদের নাতির বয়সী। আমরা চাই আসুক তারা। যেহেতু তারা তরুণ আমারা চাই এই দলটা ধীরে ধীরে প্রাকটিস করুক, বড় হোক। সাবালকত্ব কাটিয়ে সাবালক হয়ে হয়তো তারা এক সময় সরকার গঠন করতেও পারে। তবে এত আগে বিএনপির সিনিয়র নেতাদের গালাগালি করার দরকার নাই। আমরা তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
তিনি বলেন, সব রাজনৈতিক দলের প্রতি শুভ কামনা। কোনো রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নাই। নির্বাচন যেদিন দিক, বিএনপি প্রস্তুত আছে। জনগণও প্রস্তুত। সুতরাং যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তারা সবাই আমাদের বন্ধু।
তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান। উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলার সমন্বয়ক আবু নাছের রহমত উল্যাহ।
বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গোলাম মস্তফা মিন্টুকে সভাপতি এবং ওমর আসাদ রিন্টুকে আগামী তিন বছরের জন্য সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই