জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। তবে আলোচিত জুলাই শহীদ পরিবারের আবাসন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় থাকার পর বাদ পড়েছে। এ ছাড়া বিতর্কিত বিআরটি প্রকল্পের বাজেট বৃদ্ধির প্রস্তাবও বাতিল করা হয় একনেক সভায়। জুলাই শহীদ পরিবারের আবাসন নির্মাণ প্রকল্পটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই শহীদদের’ স্মরণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মিরপুরে ৮০৪টি ফ্ল্যাট নির্মাণের একটি প্রকল্প প্রস্তাব দেয়। প্রতিটি ফ্ল্যাট ১৩৫৫ বর্গফুট আয়তনের। তবে প্রকল্পটি এখনই অনুমোদন দেওয়া হয়নি। তিনি বলেন, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু আমরা মনে করি, প্রকল্পে খরচের যৌক্তিকতা এবং নকশা টেন্ডারে যাওয়ার আগে যথাযথভাবে মূল্যায়ন হওয়া দরকার। শহীদ পরিবারের সহায়তা খণ্ড খণ্ডভাবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে-এর ফলে কোথাও হয়তো ঘাটতি, কোথাও হয়তো পুনরাবৃত্তি হচ্ছে। এসব সহায়তা একত্রে এনে সমন্বিত পদ্ধতিতে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, শুধু ঢাকাতেই নয়, শহীদ পরিবারগুলো দেশের নানা অঞ্চলে ছড়িয়ে আছে। কে উত্তরাধিকারী হবে, কীভাবে ফ্ল্যাট বরাদ্দ হবে, এসব বিষয় আরও বিস্তারিত পরিকল্পনার দাবি রাখে। তাই এ প্রকল্প গ্রহণ না করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বয় করে নতুনভাবে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন একনেকে যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো : কর্ণফুলী নদীর তীরঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২০টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, কোস্টগার্ডের জন্য লজিস্টিক সুবিধা গড়ে তোলা, বহদ্দারহাট খাল পুনঃখনন, রেলপথ রক্ষণাবেক্ষণ, মিরপুর সেনানিবাসে অফিসার্স মেস নির্মাণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন। গতকালের সভায় অনুমোদিত অন্য ১২টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন, ৪টি সংশোধিত এবং ২টি কেবল মেয়াদ বাড়ানো প্রকল্প। এগুলোর মোট অর্থায়নের মধ্যে সরকারি খাত থেকে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ২৮ লাখ টাকা। এদিকে বিতর্কিত বিআরটি প্রকল্পের ব্যয় ২ হাজার ৩২৯ কোটি টাকা বাড়ানোর একটি প্রস্তাব এদিন সভায় তোলা হলেও একনেক তা প্রত্যাখ্যান করে মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে। বিআরটি প্রকল্পটি নিয়ে কঠোর সমালোচনা করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এটা এক ধরনের দানবীয় ও অপরিকল্পিত প্রকল্প। কোথাও ওভারপাস, কোথাও আন্ডারপাস-সব মিলিয়ে একটা জগাখিচুড়ি। এমনকি লিফট বসানো হয়েছে, অথচ পাবলিক ব্যবহারের লিফট তো ঘন ঘন নষ্ট হয়। প্রকল্পটি যেভাবে পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই ছাড়াই এগিয়েছে, তা চিন্তারও বাইরে। তিনি আরও বলেন, এই প্রকল্পে যারা নকশা করেছেন, যারা সম্ভাব্যতা যাচাই করেছেন-সব বিষয় তদন্ত করে দেখা হবে। এটা একটা শিক্ষা হওয়া উচিত ভবিষ্যতের জন্য।
শিরোনাম
- কাতারে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা
- আম্পায়ার সাইমন টাফেল বাংলাদেশে আসছেন কাল
- হিজবুল্লাহ-সম্পৃক্ত সেল ধ্বংস করেছে সিরিয়া: মন্ত্রণালয়
- হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
- জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান পোল্যান্ডের
- সাড়ে ৬ ঘণ্টায় ৪ হলের ভোট গণনা
- সাগরে আবার লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি
- স্বর্ণের স্মারক মুদ্রার দাম বেড়ে ১ লাখ ৭০ হাজার টাকা
- ডাকসু : কেন এমন হলো
- উদ্বেগ-উৎকণ্ঠা থেকে বাঁচার আমল
- ৬ লাখ কোটিতে ঠেকতে পারে খেলাপি ঋণ
- স্নাতক ডিগ্রিধারী ২৯% তরুণ বেকার, বেশি ঢাকা বিভাগে
- শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব : জাকসু নির্বাচন কমিশন
- বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- একটি ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকায়
- স্ন্যাপচ্যাটে শিশু-কিশোরদের সামনে মাদক কারবার: গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
- ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি?
- জবি ক্যাম্পাস সংলগ্ন অবৈধ দোকানপাট ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে সমাবেশ
- পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত
- বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত