বগুড়ায় ছুটিতে এসে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন নাছিম আহমেদ জয় (৩১) নামে এক মেরিন ইঞ্জিনিয়ার। গতকাল দুপরে আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। জয় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ চকসোনার গ্রামের আবদুর রাজ্জাক মাস্টারের ছেলে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, জয় গত দশ দিন আগে আমেরিকা থেকে ছুটিতে নিজ বাড়িতে আসেন। সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে নওগাঁ যাচ্ছিলেন। দুপুরে সান্তাহার রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আন্তনগর ট্রেনে ধাক্কা লাগে। এতে মাথা, চোখ ও মুখ থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, মোটরসাইকেল নিয়ে অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।