ফটিকছড়ি উপজেলা শাখায় বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকাল ৫টায় উপজেলা পরিষদের জহুরুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দিন এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোস্তফা কামরুল হোসেন।
সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক এন এম রহমত উল্লাহ, মাস্টার সৈয়দ নুরুল হুদা, নাসির উদ্দিন চৌধুরী, সাংবাদিক রফিকুল আলম চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, কলামিস্ট মাওলানা দৌলত আলী খান, শিক্ষক এন আলম আজাদ, দৌলত শওকত, এমরান হোসেন, জে. এম তাওহীদ, সাজেদুল করিম ভূঁইয়া, মুহাম্মদ আজিজ উল্লাহ, সালাহউদ্দিন জিকু, আবু বকর, ওবায়দুল আকবর, ফজলুল করিম, ইরফান উদ্দিন, মিনহাজ উদ্দিন, মুহাম্মদ মুন্না, রিয়াজুল আলম ও সাইদুল করিম প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বসুন্ধরা শুভসংঘের সামাজিক উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন। তারা জানান, ক্যান্সার আক্রান্তদের সহায়তা, মাদকবিরোধী মানববন্ধন, শিক্ষায় সহায়তা, এতিম মেয়ের বিয়ে, দুর্নীতিবিরোধী কর্মসূচি, শীতার্তদের বস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, ক্লিন ক্যাম্পাস কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনের মতো নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ।
বিডি প্রতিদিন/মুসা