অন্তর্বর্তী সরকারের এক বছরে সরকারি-বেসরকারি সেবা দপ্তরে ঘুষের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। সরকারের কর্ণধারদের সততা নিয়ে জনমনে তেমন প্রশ্ন না থাকলেও ঘুষখোররা ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সরকারের কড়া মনোভাবকে আয় বাড়াবার বাড়তি সুযোগ হিসেবে ব্যবহার করছে। অতীতে যেমন সামরিক শাসনামল কিংবা ওয়ান-ইলেভেনের সময় কড়া আইনের দোহাই দিয়ে দুর্নীতিবাজরা ঘুষের রেট বাড়িয়েছে, এবারই গত এক বছরে ঘটেছে অভিন্ন চর্চা। এর ফলে সরকারের সুনাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাড়ছে ভুক্তভোগী মানুষের ক্ষোভ। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে সেবাগ্রহীতাদের বরাত দিয়ে বলা হয়েছে, আগে যে কাজের জন্য ১০ হাজার টাকা ঘুষ দিতে হতো, বর্তমানে সে কাজের জন্য দিতে হচ্ছে ৫০ হাজার টাকা। ঘুষ লেনদেনের এ ব্যবস্থায় নতুন নতুন তদবিরবাজের সক্রিয়তা বাড়ছে। বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণের সুদ মওকুফ, নতুন ঋণ অনুমোদন ও মামলার জামিনের ক্ষেত্রে ঘুষের হার বেড়েছে। এসব খাতে আগে পরিচিত কিছু ব্যক্তি তদবির করলেও বর্তমানে নতুন মুখের দাপট বেড়েছে, যারা নিজেদের প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করছে। এক ব্যবসায়ীর বরাত দিয়ে ঘুষের রেট ৫ গুণ বৃদ্ধির তথ্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন ৫ লাখ টাকা দিতে হয়। টিআইবির পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে, বিচারিক সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চহার অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা। অন্যদিকে ভূমি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বিআরটিএর মতো সেবায়ও উচ্চমাত্রার দুর্নীতি ও ঘুষ রয়েছে, যা জনগণের মৌলিক অধিকার বাধাগ্রস্ত করছে। দেশের মানুষ জুলাই গণ অভ্যুত্থানে সাড়া দিয়েছিল ঘুষ-দুর্নীতির ভয়াল দৈত্যের দৌরাত্ম্য থামাতে। সে দৈত্য আরও বেপরোয়া হয়ে উঠবে তা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঘুষ-দুর্নীতির বিস্তার জনমনে হতাশা সৃষ্টি করছে। পতিত স্বৈরাচারের গ্রহণযোগ্যতা তৈরিতেও তা অবদান রাখছে। এ বাস্তবতায় ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে এখনই।
শিরোনাম
- হেলিকপ্টারের দড়িতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা (ভিডিও)
- নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি
- ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী শার্লি কার্ককে গুলি করে হত্যা
- কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত
- ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
- রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু ভারতের
- আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল, অনেকে হতাহত
- জেন-জি আন্দোলন : নেপালে নিহত বেড়ে ৩০
- রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর
- যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
- বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস
- সাফারি পার্কে পেছন থেকে সিংহের আক্রমণ, পরিচর্যাকারী নিহত
- জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের
- অস্থিরতার সুযোগে নেপালে জেল থেকে পালিয়েছে ১৩৫৭২ বন্দি
- বিসিএস পরীক্ষার নিরাপত্তায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- অবৈধ অভিবাসন রোধে ইইউ’র সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বৃহস্পতিবার
- রুশ ড্রোনের অনুপ্রবেশ, ন্যাটোর অনুচ্ছেদ ৪ প্রয়োগের আহ্বান পোল্যান্ডের
ঘুষ-দুর্নীতির দৌরাত্ম্য
জনমনে হতাশা সৃষ্টি করছে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর