২০২৪-২৫ অর্থবছর শেষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকোর বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি টাকা। কোম্পানটি ইতোমধ্যে ৮৫ শতাংশ গ্রাহকের জন্য প্রিপেইড মিটার স্থাপন করলেও দীর্ঘদিনের এ বকেয়া আদায় নিয়ে ভুগছে। বিল বকেয়ার তালিকার শীর্ষে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। আছে বেশকিছু সরকারি প্রতিষ্ঠানও।
জানা যায়, সদর উপজেলায় নেসকো দুটি ভাগে বিভক্ত হয়ে বিদ্যুৎ বিতরণ করছে। গত জুন পর্যন্ত তাদের বকেয়া বিলের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। এর তিন চতুর্থাংশেরও বেশি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাছে। পৌর এলাকার নাগরিকদের সড়কবাতি, পানি সরবরাহসহ অন্যান্য সেবা দিতে গিয়ে বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৯ কোটি ২৯ লাখ টাকা। শুধু পৌরসভাই নয় বক্ষব্যাধি ক্লিনিক, সরকারি গণগ্রন্থাগার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মতো সরকারি প্রতিষ্ঠানও রয়েছে বিদ্যুতের বকেয়া বিল। নেসকোর রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোবিন্দ চন্দ্র সাহা বলেন, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের সর্বাত্মক চেষ্টা করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, পর্যায়ক্রমে বিল পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।