এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পথেই হাঁটছেন তারই স্বদেশী ফুটবলার জোয়াও ফেলিক্স। রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত গ্রীষ্মে স্থায়ী চুক্তি করা পর্তুগিজ ফরোয়ার্ডকে ৪ কোটি ৪০ লাখ পাউন্ডে সৌদি প্রো লিগ ক্লাবের কাছে বিক্রি করছে চেলসি। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাইস্পোর্টস।
২০২৩ সালে লোনে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে চেলসিতে আসেন ফেলিক্স। সাড়ে চার কোটি পাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে স্থায়ী চুক্তি করেন পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু লোনে খেলার সময় তো বটেই, স্থায়ী হয়েও শুরুর লাইনআপে জায়গা ধরে রাখতে ভুগেছেন তিনি।
গত মৌসুমের শেষ ভাগে এসি মিলানে ধারে খেলেন ফেলিক্স। সেখানে ১৯ ম্যাচে করেন ৩ গোল। গণমাধ্যমের খবর, তাকে ইতালিতে স্বল্প সময়ে পাঠিয়েও ৫০ লাখ পাউন্ড আয় করেছিল চেলসি।
বেনফিকা ফেলিক্সকে ফেরানোর আগ্রহ দেখায়। কিন্তু আল নাসর তাদের স্কোয়াড শক্তিশালী করার উচ্চাকাঙ্ক্ষা থেকে উচ্চ দামে ফেলিক্সকে কিনছে। সৌদি প্রো লিগ জয়ের আশায় ইতোমধ্যে তারা রোনালদোর চুক্তির মেয়াদ বাড়িয়েছে। এছাড়া, তাদের কোচও পর্তুগিজ, হোর্হে জেসুস।
বিডি প্রতিদিন/কেএ