ওল্ড ট্রাফোর্ড টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের দৃঢ়তায় নিশ্চিত হারের মুখ থেকে ড্র ছিনিয়ে আনল ভারত। শুবমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে শেষ টেস্টের আগে সিরিজে টিকে থাকল সফরকারীরা। পাঁচ ম্যাচের সিরিজে এখন ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে।
শেষ দিনে ভারত যখন ২ উইকেটে ১৭৪ রান নিয়ে ব্যাটিং শুরু করে, তখন তারা ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৩১১ রানে পিছিয়ে। আগের দিন শূন্য রানেই প্রথম দুই উইকেট হারানো ভারত ইনিংস ব্যবধানে হারার শঙ্কায় পড়েছিল। তবে গিল ও লোকেশ রাহুলের প্রতিরোধ ভারতকে ম্যাচে ফেরায়।
তৃতীয় উইকেটে ১৮৮ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন রাহুল ও গিল। অধিনায়ক গিল ১০৩ রানে সেঞ্চুরি পূর্ণ করেন, যা তার সিরিজে চতুর্থ শতক। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের পাশে নাম লেখান তিনি।
রাহুল অবশ্য মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন; তাকে এলবিডব্লিউ করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তখন ভারতের স্কোর ১৮৮/৩।
গিল ফেরেন ২২২ রানে দলীয় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে। তখনও ভারত ৮৯ রানে পিছিয়ে ছিল। এরপর উইকেটে আসেন ওয়াশিংটন সুন্দর। তার সঙ্গে জুটি বাঁধেন রবীন্দ্র জাদেজা। দুজনে মিলে প্রতিরোধ গড়ে তুলেন, যা শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ বাঁচাতে সহায়তা করে।
শেষ ঘণ্টার খেলা শুরু হওয়ার আগে ইংলিশ অধিনায়ক স্টোকস জাদেজা ও সুন্দরের কাছে ড্র মেনে নেওয়ার প্রস্তাব দেন। তবে তখন দুজনই সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকায় প্রস্তাব ফিরিয়ে দেন তারা।
শেষ পর্যন্ত প্রায় অন্ধকার হয়ে আসা মাঠে হালকা স্পিনে বল করতে হয় হ্যারি ব্রুক ও জো রুটকে। সেখানেই দুই ব্যাটার পূর্ণ করেন তাদের শতক। ব্রুককে ছক্কা মেরে পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন জাদেজা, আর সুন্দর সেঞ্চুরি পূর্ণ করেন ১৫ বল পর।
ম্যাচ শেষ হয় ভারতের ৪২৫/৪ রানে ইনিংস ঘোষণার মাধ্যমে। এতে তারা ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে ১১৪ রানে এগিয়ে যায়।
পঞ্চম উইকেটে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া জাদেজা ১৮৫ বলে ১০৭ ও সুন্দর ২০৬ বলে ১০১ রানে অপরাজিত থাকেন।
এই ড্রয়ের ফলে ওভালে আগামী ৩১ জুলাই শুরু হওয়া শেষ টেস্টই হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ।
বিডি প্রতিদিন/মুসা