নাটোরের বড়াইগ্রামে আলোচিত শিশু আবির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন স্বজনরা। গতকাল উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় শিশু আবিরের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আবিরের বাবা কাতার প্রবাসী মিলন হোসেন, তার মা আঁখি খাতুন, দাদি সবেজান বেগম, মামা সাব্বির হোসেনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, আবির হত্যার ঘটনায় অপর এক শিশুকেই অভিযুক্ত হিসেবে আটক করা হয়েছে। পিবিআইর তদন্তে অন্য কারও জড়িত থাকার প্রমাণ পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ২৬ জুন উপজেলার মহিষভাঙ্গা এলাকার পরিত্যক্ত একটি মাঠে শিশু আবিরকে মাথা থেঁতলে হত্যা করে লাশ ভুট্টা গাছ দিয়ে ঢেকে রাখা হয়।