জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে সরকার ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে সেই সরকারকে সাধারণ ছাত্র-জনতা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নামিয়েছে। ছাত্র-জনতা যে আশা আকাঙ্খা নিয়ে স্বৈরাচারকে হটিয়েছিল, তা আজও বাস্তবায়ন হয়নি। অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে। এটা এ দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। কাজেই নতুন সংবিধানের জন্য একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যার মাধ্যমে জনগণ তাদের জন্য একটি নতুন সংবিধান তৈরির রায় দেবে। নতুন সংবিধানে মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও সব অপকর্মের বিচার করতে হবে। সংস্কার গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে। গতকাল দুপুরে নেত্রকোনার স্থানীয় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে দেশ গড়তে পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনা জেলা এনসিপি আয়োজিত পদযাত্রা সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এজন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি।’ সভায় তিনি বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিতে আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।