চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন, এরই মধ্যে দেশে ফিরে পেলেন আরেক দুঃসংবাদ। ভারতের উদীয়মান অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডির বিরুদ্ধে করা হয়েছে ৫ কোটি রুপির একটি মামলা।
বেঙ্গালুরুভিত্তিক প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড এই মামলাটি দায়ের করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং নিউজ১৮ জানিয়েছে, দিল্লি হাইকোর্টে সালিশি ও মীমাংসা আইন, ১৯৯৬-এর ১১(৬) ধারা অনুযায়ী মামলাটি করা হয়েছে।
মামলার বিষয়টি স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক শিব ধাওয়ান। যদিও তিনি বিস্তারিত কিছু প্রকাশ করেননি।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন নিতিশ রেড্ডি। চুক্তির অংশ হিসেবে নিয়মিতভাবে তাদের সামাজিকমাধ্যম প্রচারণায় অংশ নেওয়ার কথা ছিল তার।
তবে অভিযোগে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না নিতিশ। বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন সময়ে তিনি হঠাৎ করেই চুক্তি বাতিল করে দেন। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এই মামলার শুনানি আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন নিতিশ। তবে ব্যাট ও বল হাতে উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স করতে পারেননি তিনি। দুই ম্যাচে তার সংগ্রহ মাত্র ৪৫ রান ও ৩ উইকেট। বাঁ পায়ের চোটে শেষ দুটি টেস্ট থেকে ছিটকে গিয়ে বর্তমানে পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন ২২ বছর বয়সী এই অলরাউন্ডার।
বিডি প্রতিদিন/মুসা