লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি দেশের দুই বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রবিবার (২৭ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, ঢাকার পাশাপাশি পাবনা, বগুড়া, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট এলাকায় দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
উক্ত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ঝাড়খন্ড ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ী নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে দুর্বল হয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় আগামীকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতিতে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
বিডি প্রতিদিন/মুসা