রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘণ্টাব্যপী মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাব-ডিপিপি অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। দাবি পূরণ না হলে আজও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যকাডেমিক ভবন-৩ সংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাস গ্রহণ এবং মানববন্ধন কর্মসূচির কথা জানান আন্দোলনকারীরা। এদিকে সড়ক অবরোধের কারণে পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং কোষাধ্যক্ষ ড. ফিরোজ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা, জামায়াতে ইসলামী, নাসিম উদ্দিন মালিথা পরিষদ, শাহজাদপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। উপাচার্য ড. হাসান তালুকদার বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকরা এবং সংশ্লিষ্টরাও চরম ভোগান্তির মধ্যে আছেন। আমরা পড়াতে পারছি না, শিক্ষার পরিবেশ নেই।
এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে।