ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যেই ইসরায়েল কৌশলগত বিরতি ঘোষণা করেছে গাজায়। এরপর জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যাকাটিতে ত্রাণ সহায়তা দেয়া শুরু করেছে। বিমান থেকে এসব ত্রাণ সামগ্রী ফেলা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সাথে যৌতভাবে তাদের বিমান বাহিনী রবিবার তিন ধাপে ২৫ টন ত্রাণ পৌঁছে দিয়েছে। মিশর থেকে একটি লরি কনভয়ও প্রবেশ করেছে এবং জর্ডান থেকে আরেকটি কনভয় আসার কথা রয়েছে।
ইসরায়েল রবিবার বলেছে যে তারা গাজার কিছু অংশে প্রতিদিন ১০ ঘণ্টা সামরিক অভিযান বন্ধ রাখবে।
তবে, মধ্য গাজায় একটি ত্রাণ কনভয় রুটের কাছে ইসরায়েলি গুলিতে নয়জন নিহত এবং ৫৪ জন আহত হওয়ার খবর জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার ত্রাণ কনভয় রুটের কাছে বিমান হামলাও চালানো হয়েছে।
উত্তর গাজার জিকিমে একটি খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে একটি ত্রাণ ট্রাক থেকে ত্রাণ ট্রাকে ঝাঁপিয়ে পড়ে ফিলিস্তিনিরা।
স্থানীয় সূত্র বিবিসিকে জানিয়েছে, মধ্য গাজার সালাহ আল-দিন স্ট্রিটের পাশে নেতজারিম করিডোরে নয়জনকে গুলি করা হয়েছে, যেখানে জাতিসংঘের ত্রাণ কনভয়ের আগমনের প্রত্যাশায় অনেক বেসামরিক লোক জড়ো হয়েছিল। আহতদের নুসেইরাতের আল-আওদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা সন্দেহভাজনদের তাদের দিকে এগিয়ে আসার সময় সতর্কীকরণ গুলি চালিয়েছে। তারা বলেছে যে তারা কোনও হতাহতের বিষয়ে অবগত নয়।
এদিকে, বিবিসি ভেরিফাই পশ্চিম গাজা শহরের আল-রিমাল জেলার মিডহাত আল-ওয়াহিদি স্ট্রিটে একটি বিমান হামলার ভূ-স্থান নির্ধারণ করেছে। যেটিকে ইসরায়েল এক ঘণ্টা আগে এমন একটি এলাকা হিসাবে চিহ্নিত করেছিল যেখানে অভিযান বন্ধ থাকবে।
প্রত্যক্ষদর্শীদের প্রতিবেদন এবং রবিবার প্রকাশিত দুটি ভূ-স্থান ভিডিওর উপর ভিত্তি করে যাচাইকরণ করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, তারা স্থানাঙ্কগুলি পরীক্ষা করেছে এবং কোনও হামলার বিষয়ে অবগত ছিল না।
ব্যাপক দুর্ভিক্ষের খবরের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ত্রাণ সরবরাহের জন্য তীব্র আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার ২০ লাখ জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষ বেশ কয়েক দিন ধরে খাবার খায় না এবং এক চতুর্থাংশ দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সহ্য করছে।
হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলিতে ১০০ জনেরও বেশি মানুষ অপুষ্টিতে মারা গেছে। ইতিমধ্যে ইসরায়েলি এবং মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত সীমিত সংখ্যক বিতরণ কেন্দ্র থেকে খাবার পেতে গিয়ে বন্দুক হামলায় শত শত মানুষ নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল