নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের একমাত্র বাঁশের সাঁকোটি কচুরিপানার চাপে ভেঙে নন্দকুজা নদীতে ভেসে গেছে। চলাচলে ভোগান্তিতে পড়েছেন তিন উপজেলার ২২ গ্রামের কয়েক হাজার মানুষ। প্রবল বৃষ্টিতে নদীর পানির প্রবাহ বেড়ে যাওয়া ও কচুরিপানার চাপে শুক্রবার সাঁকোটি ভেঙে পড়ে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, সাঁকো ভেঙে যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, চামারী ইউনিয়নের হোলাইগাড়ি জাগরণী সংঘের উদ্যোগে ২০০৮ সালে ২২ গ্রাম থেকে চাঁদা তুলে সাঁকোটি নির্মাণ করা হয়। প্রতিদিন ৫-৬ হাজার মানুষ এ সাঁকো দিয়ে পারাপার হতেন। ভেঙে পড়ায় এলাকার মানুষের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সদর উপজেলার হালসা ইউনিয়ন, গুরুদাসপুরের নাজিরপুর ও সিংড়ার চামারী ইউনিয়নের মানুষের এই সাঁকোই ছিল চলাচলের ভরসা।