বিভিন্ন জেলায় ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে কোটি টাকার চেক জালিয়াতি এবং জাল দলিল তৈরির মাধ্যমে জমি দখলের অভিযোগে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের পঞ্চগড় মিডিয়া হাউসের হলরুমে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মির্জা আবদুল বাকী। তিনি জানান, ‘পৈতৃক সূত্রে পাওয়া ৩০.৬২ শতক জমির মধ্যে ৫ শতক বিক্রি করা হয়। পরে ২০২২ সালে জেলা শহরের মিঠাপুকুর এলাকার বাকি জমি বিক্রি করতে গেলে দেখতে পান, স্থানীয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেলদার রহমান দিলু জাল দলিল তৈরি করে জমি দখলে নিয়েছেন। এ ঘটনায় জাল দলিল বাতিলের মামলা করা হলে আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার নামে অন্য ব্যক্তিকে দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে অগ্রণী ব্যাংক শাখা এবং বরিশাল ও পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি অ্যাকাউন্ট খোলেন। পরে সেসব ব্যাংকে ৩-৪ কোটি টাকার চেক ডিজওনারের মামলা দায়ের করা হয়।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আসেকি রব্বানী, এ বি এম জয়নাল ইসলাম খানসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বর্তমানে অভিযুক্ত দেলদার রহমান দেলু চেক জালিয়াতির একটি মামলায় জেলহাজতে রয়েছেন।