সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকবেই, ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে ।
তিনি আরও বলেন, বিএনপি হাজারও শহীদদের রক্ত ছুয়ে শপথ নিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বুকে ধারণ করেছে। রক্তের অক্ষরে লেখা এই আকাঙ্ক্ষা বিএনপি নস্যাৎ হতে দেবে না।
রবিবার বিকেলে ময়মনসিংহ টাউন হল মাঠে বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় গ্রাফিতি অংকন ও গণসংগীত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
এর আগে এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি নেতৃবৃন্দ মহানগরের বিভিন্ন সড়কে বিএনপির গ্রাফিতি অংকন পরিদর্শন করেন।
এ সময় প্রিন্স বলেন, নির্বাচন যতই বিলম্ব হবে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি ততই ষড়যন্ত্রের জাল বিস্তার করবে। সরকার, রাষ্ট্রীয় শক্তি, রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র নস্যাত হয়ে যাবে।
তিনি বলেন, বিএনপির কাছে সবার উপরে বাংলাদেশ। জনগণই বিএনপির ক্ষমতার উৎস। মুক্তিযুদ্ধ বিএনপির প্রেরণার বাতিঘর। ’৯০ ও ’২৪ এর গণঅভ্যুত্থান বিএনপির অহংকার। এ সকল প্রেরণা, চেতনা, অহংকার ও আকাঙ্ক্ষা বুকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণে অকুতোভয় সৈনিকের মতো এগিয়ে যাবে।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাএমর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় গণসংগীত এর ফাঁকে ফাঁকে জুলাই আন্দোলনে ময়মনসিংহের শহীদ সাগরের বাবা আনিসুজ্জামান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়রুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিল্পীরা জনপ্রিয় গণ সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।
বিডি-প্রতিদিন/বাজিত