ডাকসু নির্বাচনে কী, কেন হয়েছে এটা বিশ্লেষণের ব্যাপারে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের সঙ্গে যাদের যোগসাজশ ছিল, তারা এখানে মেইন ভূমিকা পালন করেছেন। তাই সেখানে ছাত্রদলের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এখনো স্বৈর সরকারের দোসররা আমাদের মাঝে রয়ে গেছে। গতকাল বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে আমরা কিছুটা আশাহত হয়েছি।
আরেক দিকে এটা আমাদের দিকে একটা সংকেত। সংকেতটা হলো আমরা সাবধান হয়ে গেলাম। আমাদের কাজ করতে হবে, সচেতন হতে হবে।
সেলিমা রহমান বলেন, আগামী নির্বাচন সামনে, এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এখন থেকে আপনারা প্রতিটি ঘরে ঘরে আপনারা যাবেন, আপনাদের দায়িত্ব কে নমিনেশন পাচ্ছে, তা বড় কথা নয় কিন্তু ধানের শীষ যেন ভোট পায়।