গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পরিষদের অর্থায়নে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে এই কর্নারটি স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কর্নারটির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ৯ লাখ ৭৫ হাজার টাকা। আয়োজকদের মতে, এটি গাজীপুরের শ্রমজীবী ও সাধারণ যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক উদ্যোগ।
জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার গাজীপুরের সাধারণ মানুষের জন্য একটি উপকারী উদ্যোগ। শহীদ মুগ্ধের স্মৃতি এভাবেই আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।’
গাজীপুর জেলা পরিষদ জানায়, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার মাধ্যমে এই প্রস্তাবটি নির্বাচিত হয়। ৬৯টি প্রস্তাবের মধ্যে এটিকেই বাস্তবায়নের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
উদ্যোক্তারা বলেন, ‘এই পানির কর্নার শুধু একটি সেবামূলক উদ্যোগ নয়, বরং শহীদ মুগ্ধের মানবিকতা, সাহসিকতা এবং গণঅভ্যুত্থানের চেতনাকে বহন করছে। এতে সাধারণ মানুষের মননে গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা সুদৃঢ় হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ