ফারজান হোসেন সজীব (৩৬) নামের এক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু হয়েছে। কারা কর্মকর্তারা বলছেন, বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার কারাগার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফারজান হোসেন সজীব চট্টগ্রাম নগরীর বকশিরহাট এলাকার মো. রফিকের ছেলে।
গত ২৬ মার্চ রাতে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন তাকে ডাকাতির প্রস্তুতির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, গত ২৭ মার্চ থেকে সজীব চট্টগ্রাম কারাগারে ছিলেন। শুক্রবার হঠাৎ তার বুকে ব্যথা বলে জানান। পরে কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সজীবের চাচা মোহাম্মদ আবু তালেব অভিযোগ করে বলেন, আমার ভাতিজাকে কারাগারের ভেতর মারধর করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন আছে।
এ বিষয়ে জেল সুপার ইকবাল হোসেন বলেন, সজীব যে সেলে ছিল সেখানে গিয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। সেখানে মারধরের কোনো প্রমাণ পাইনি। অসুস্থ সজীব নিজে হেঁটে কারা হাসপাতালে গিয়েছিল।
বিডি প্রতিদিন/কেএ