চট্টগ্রামের হাটহাজারী-ফটিকছড়ি আঞ্চলিক সড়কে বরযাত্রীবাহী বাইকের মধ্যে সংঘর্ষে প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার দুপুরে হাটহাজারী সরকারহাট বাজারের উত্তর পাশে কুমারীকুল রাস্তা মাথা এলাকার বালু শাহ মাজার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ২৩ বছর।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি বিয়ের বরযাত্রী বহনকারী ৩ থেকে ৪টি দ্রুতগতির মোটরসাইকেল মহাসড়কের ওই এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেল পাশের একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক বাইকার নিহত ও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হাটহাজারী থানা পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই