চট্টগ্রামের কর্ণফুলী থানার ইয়াবা মামলায় ট্রাক চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতরা হলেন-কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়ার ট্রাক চালক সৈয়দ নূর (৩২) ও তার সহকারীর ইমরান সাদেক (২৯)।
বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সৈয়দ নূরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ট্রাক চালকের সহকারী ইমরান সাদেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানামূলে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহার ওয়াই জংশনে ২০২১ সালের ২৬ মে একটি ট্রাক থেকে ২৯ হাজার ৫০০ ইয়াবাসহ সৈয়দ নূর ও ইমরান সাদেককে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন উপসহকারী পরিচালক আহাম্মদ উল্যাহ বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২২ সালের ২৫ এপ্রিল সৈয়দ নূর ও ইমরান সাদেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
বিডি প্রতিদিন/এমআই