চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১৬৮ লিটার বিদেশি মদসহ সবুজ মিয়া (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গতকাল বুধবার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারউজ্জামান জানান, অভিযান চালিয়ে বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া আকমল আলী খাল পাড় থেকে বিদেশি মদ (হুইস্কি) সংগ্রহ করে শহরের বিভিন্ন বারে বেশি দামে বিক্রি করতেন।
বিডি প্রতিদিন/জামশেদ