ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের এক পর্যায়ে হলের গেট ভেঙে রাস্তায় নেমে আসেন রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা রাস্তায় অবস্থানের পর রবিবার রাত আড়াইটার দিকে তারা হলে ফিরে যান।
এর আগে দুই গ্রুপে শিক্ষার্থীদের সংঘর্ষের খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে রাস্তায় নেমে আসেন তারা।
নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ ও দফায় দফায় সংঘর্ষের ঘটনায় হল ছেড়ে মূল সড়কে নেমে আসেন ইডেনের শিক্ষার্থীরা।
দুই গ্রুপের শিক্ষার্থীদের সংঘর্ষে ২০ জনের অধিক আহতের খবর পাওয়া গেছে।
রাত সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঢাবি ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকা পার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
বিডি প্রতিদিন/নাজমুল