ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রচলিত গণতন্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি। এই নীতি-আদর্শের মধ্যে যদি শান্তি আসতো তাহলে সারাবিশ্বে শান্তি দেখা যেতো। কিন্তু গণতন্ত্রের নামে সবচেয়ে বেশি অশান্তির আগুনে জ্বালিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনসহ সারাবিশ্বে যে অশান্তির আগুন জ্বলছে তার মূলহোতা যুক্তরাষ্ট্র।
তিনি আরো বলেছেন, খাল কেটে যদি কেউ কুমির নিয়ে আসে এরপর সেই কুমিরে যদি তাকে খায়, এর দায় নেবে কে? বাংলাদেশের ক্ষমতার মসনদে যারাই বসেছে তারাই জনগণকে ধোকা দিয়েছে। বিভিন্ন ভুল ও চিন্তার কারণে আমাদেরকেও ধোকা দেওয়া হয়েছে। ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। দুর্নীতিসহ বিভিন্ন অপকর্ম করে দেশের ১২টা বাজিয়েছে এবং ইসলামকে ধ্বংস করেছে। এ রকম আর আমরা চাই না।
শনিবার বিকালে শৈলকুপা শহীদ মিনার চত্বরে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন শৈলকুপা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ রায়হান উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শোয়াইব হোসেন, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, সেক্রেটারি মাওলানা প্রভাষক শিহাব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইসলামী আন্দোলনের শৈলকুপা শাখার সভাপতি মাহবুব রহমান ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ রাসেল উদ্দিন।
এসময় চরমোনাই পীর কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে চক্রান্তকারীদের কোনো জায়গা হবে না। বিভিন্ন কায়দায় স্বার্থ ও ক্ষমতার লোভ দেখিয়ে ক্ষমতা এদিক ওদিক করতে পারে। আমরা যদি সজাগ থাকি তাহলে তারা কোনো সুযোগ পাবে না। ওই সব চিহ্নিত স্বার্থন্বেষী মহুলকে বাংলার জমিন থেকে ঐতিহাসিকভাবে বিতাড়িত করে কালির ছাপ লাগিয়ে দেব আমরা।
এরপর ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল