২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হবে। এবার পাঁচ বিভাগীয় শহরে অনুষ্ঠিত তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অংশ নেবে প্রায় দুই লাখ আটত্রিশ হাজার ভর্তিচ্ছু। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসদুপায় অবলম্বন একটি আলোচিত বিষয়। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ভর্তি কার্যক্রমের সার্বিক নিরাপত্তা আইসিটি সেন্টার, প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনপ্রশাসন কাজ করবে।
তিনি বলেন, অনেক সময় অসাধুচক্র ভর্তির প্রলোভন দেখিয়ে ভর্তিচ্ছু অথবা অভিভাবকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। অনেকের সার্টিফিকেটসহ অত্যাবশ্যকীয় কাগজপত্রও জমা রাখে ও রেজাল্ট শিটে নাম দেখেই অর্থ দাবি করে। যা প্রতারণামূলক। যোগ্যতার বাহিরে এমন কোন উপায়ে ভর্তির সুযোগ নেই। জালিয়াতি চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। জালিয়াতি চক্র থেকে সতর্ক থাকার পাশাপাশি এমন কোন ঘটনা চোখে পড়লে অবিলম্বে প্রক্টর দপ্তরে জানানোর আহ্বান জানান তিনি।
এ বছর রাজশাহীসহ পাঁচ বিভাগীয় শহরে 'এ' 'বি' ও 'সি' ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় দুই লাখ আটত্রিশ হাজার ভর্তিচ্ছু অংশ নিবে। এদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭২ হাজার ৩৫ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮২ হাজার ৭৪১ জন; জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত অন্য দুটো ভেন্যুতে ৩৫ হাজার ৬৩০ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ১৮ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী রয়েছে। এবার ৫৯টি বিভাগ ও ৬টি ইনিস্টিউটে আসন সংখ্যা রয়েছে চার হাজার ৩২৩টি।
১২ এপ্রিল 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হবে। ১৯ এপ্রিল 'এ' ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা ও দুপুর আড়াই টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এবং ২৬ এপ্রিল 'সি' ইউনিটের পরীক্ষা দুই শিফটেই অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর হবে।
বিডি প্রতিদিন/নাজমুল