পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল কাইয়ূমের বদলি আদেশ বাতিল করে তাকে পুনরায় বর্তমান কর্মস্থলে বহালের দাবি জানিয়েছে স্থানীয় জনগণ।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় মঠবাড়িয়া পৌরসভা চত্বর ও ঢাকা-পাথরঘাটা সড়কে এ দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
এই কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় পৌর বিএনপি, যুবদল, বাংলাদেশ জামায়াতে ইসলামি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও আবদুল কাইয়ূম একজন সৎ, দক্ষ ও জনবান্ধব প্রশাসক। দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই তাকে বদলি না করে আরও অন্তত দুই বছর মঠবাড়িয়ায় রাখার দাবি জানান তারা।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাপলেজা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রাশেদ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন ফারাজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ, জামায়াতে ইসলামির পৌর আমির মীর মালিক, ইসলামী আন্দোলনের প্রতিনিধি ইসাহাক, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন এবং উপজেলার ১১ ইউনিয়নের সাধারণ মানুষ।
প্রধান শিক্ষক রাশেদ আহমেদ বলেন, 'মঠবাড়িয়া একটি অভাগা উপজেলা, এখানে ভালো অফিসাররা টিকে থাকতে পারেন না। ইউএনও স্যার ইতোমধ্যেই দুর্নীতি রোধে কাজ শুরু করেছেন। বাকি কাজগুলো সম্পন্ন করতে তাকেই প্রয়োজন।'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল্লাহ আল অভি ও স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, 'দায়িত্বশীলতা ও সততার দৃষ্টান্ত হিসেবে আবদুল কাইয়ূমের বিকল্প নেই। তার মাধ্যমে প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।'
উল্লেখ্য, গত ১০ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত এক আদেশে আবদুল কাইয়ূমকে গলাচিপা উপজেলায় বদলি করা হয়। এরপর থেকেই স্থানীয় জনগণ তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে একাধিক কর্মসূচি পালন করছে।
বিডি প্রতিদিন/মুসা