চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফরে যাচ্ছেন, যা হবে তার চলতি বছরের প্রথম বিদেশ সফর। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যে, চীন তার ঘনিষ্ঠ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে এই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং ১৪ থেকে ১৫ এপ্রিল ভিয়েতনাম সফর করবেন এবং এরপর ১৫ থেকে ১৮ এপ্রিল মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন। এর আগে এই সপ্তাহেই তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে "সর্বাঙ্গীন সহযোগিতা" গভীর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর চীনের পণ্যের ওপর ১৪৫% হারে শুল্ক আরোপ করা হয়েছে, যার ফলে চীন দ্রুত অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ শুরু করেছে, বিশেষ করে যেসব দেশও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের শিকার হয়েছে।
কম্বোডিয়া (৪৯% শুল্ক), ভিয়েতনাম (৪৬%) এবং মালয়েশিয়া (২৪%)—এই তিন দেশই ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে শুল্কের ভার কমানোর আশায়। কিন্তু চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক আলোচনায় চীন কিছুটা বিচ্ছিন্ন।
এই সফরগুলো শি জিনপিংয়ের একটি ব্যতিক্রমধর্মী কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তিনি সর্বশেষ কম্বোডিয়া সফর করেন ৯ বছর আগে এবং মালয়েশিয়ায় গিয়েছিলেন ১২ বছর আগে। তবে ভিয়েতনাম সফর করেছিলেন মাত্র কয়েক মাস আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম