রংপুরে ‘রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আরডিআরএস মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা ও মহানগর আয়োজিত এ গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ সরকার, সমাজকর্মী মোশফেকা রাজ্জাক, সুজনের সহ-সভাপতি মোখলেছুর রহমান, সহ-সম্পাদক সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারে দেশের প্রত্যেক নাগরিককে এক হতে হবে। নাগরিকদের প্রত্যাশার ভিত্তিতে সব ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে তা টেকসই হবে। এতে করে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়ন হবে। দেশের প্রতিটি স্থানে সুষম বণ্টন নিশ্চিত করাসহ সমাজ থেকে বৈষম্য দূর করা সম্ভব হবে।
এ সময় রাষ্ট্র সংস্কার নিয়ে নিজ নিজ সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
বিডি প্রতিদিন/কেএ